কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


বাবার জানাজা শেষে এসএসসি পরীক্ষায় বসা নুশরাত পেয়েছে ৪.২২

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ১১:৫৭ | সম্পাদকের বাছাই  


জীবনের সবচেয়ে বেদনাব্যঞ্জক শোকাহত পরিস্থিতির মধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছিল কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী নুশরাত জাহান সাথীকে।

নিজের ইচ্ছার বিরুদ্ধে আত্মীয় স্বজনের পীড়াপীড়িতে বাধ্য হয়ে গণিত পরীক্ষায় অংশগ্রহণ করতে তাঁর খালার সাথে উপজেলার মুছা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যায় নুশরাত। কেন্দ্রে গিয়েও বাবার শোকে বার বার জ্ঞান হারিয়েছিল সে।

নুশরাতের বাবা মো. জাহাঙ্গীর মিয়া গত ২১ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে খিলক্ষেত এশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরে রাতেই ঢাকা থেকে নুশরাতের বাবার মরদেহ তাঁর গ্রামের বাড়ি কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নাছিরাকান্দা গ্রামে আনা হয়।

এ সময় স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনদের কান্নায় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

সারারাত বাবার মরদেহের সাথে বাড়িতে থেকে পরদিন ২২ সেপ্টেম্বর সকালে বাবার নামাজে জানাজা শেষে এলাকার গোরস্থানে সমাহিত করে নুশরাত পরীক্ষা কেন্দ্রে যায়।

সোমবার (২৮ নভেম্বর) এসএসসি পরীক্ষার ফলাফল বেরিয়েছে। ফলাফলে দেখা গেছে, জিপিএ- ৪.২২ পেয়ে পাশ করেছে নুশরাত জাহান সাথী।

পিতার বিয়োগান্তক পরিস্থিতিতেও তার এ ফলাফল যথেষ্ঠ কৃতিত্বপূর্ণ।

পরীক্ষার ফলাফলের বিষয়ে নুশরাতের মা পারভিন আক্তার বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে নুশরাতের বাবার মৃত্যুতে এবং পারিপার্শ্বিক অবস্থার কারণে তাঁর পরীক্ষার উপর যে নেতিবাচক প্রভাব পড়েছে এই কারণে পরীক্ষা কিছুটা খারাপ হয়েছে। আমরা আশা করেছিলাম জিপিএ- ৫ পাবে। তবুও মহান আল্লার কাছে অশেষ শুকরিয়া, তাঁর বাবা বেঁচে থাকলে মেয়ের সাফল্যে অত্যন্ত খুশী হতো। আমি সকলের কাছে আমার পরিবারের জন্য দোয়া চাই।

ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাকুর রহমান জানান, নুশরাত জাহান সাথী একজন মেধাবী ছাত্রী। বাড়িতে তার পিতার লাশ দাফন শেষে পরীক্ষায় অংশগ্রহণ করেও কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেছে। স্বাভাবিক পরিস্থিতিতে সে পরীক্ষা দিতে পারলে তার ফলাফল আরো ভালো হতো।

নুশরাতের বাবা মো. জাহাঙ্গীর মিয়ার মৃত্যুকালে বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ইশরাত জাহান সাথী, নুশরাত জাহাজ বিথী ও ফাহমিদা জাহান ঐশী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর