কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ জেলায় এবারও সেরা সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

 স্টাফ রিপোর্টার | ২৮ নভেম্বর ২০২২, সোমবার, ৬:১৩ | শিক্ষা  


কিশোরগঞ্জে এবারের এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে জেলার ২৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে ভাল ফল করেছে কিশোরগঞ্জ জেলা শহরের সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শতভাগ পাস আর সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে প্রতিষ্ঠানটি জেলার মধ্যে তার শীর্ষস্থান ধরে রেখেছে।

এবারের এসএসসি পরীক্ষায় সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোট ২৩৩ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ২২৫ জন ছাত্রী।

কিশোরগঞ্জ জেলায় এসএসসি’তে এবার মোট ১৮৬টি প্রতিষ্ঠান থেকে মোট ২৩১২ জন জিপিএ-৫ লাভ করেছে।

এর মধ্যে সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সর্বাধিক ২২৫ জন ছাত্রী জিপিএ-৫ লাভ করেছে।

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে জেলায় দ্বিতীয় হয়েছে কিশোরগঞ্জ সরকারি বালক বিদ্যালয়। বিদ্যালয়টির মোট ২২৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২২৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯৮জন ছাত্র।

এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর বলেন, ভাল ফলাফলের ধারাবাহিকতায় এবারের এসএসসি পরীক্ষায়ও জেলায় সেরা হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।

সবার আন্তরিক সহযোগিতায় আগামী দিনে প্রতিষ্ঠানটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব বলে প্রত্যাশা করছি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর