কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ২৮ নভেম্বর ২০২২, সোমবার, ১:১৪ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে ফসলী জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় বাবুল মিয়া নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৭ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান উপজেলার বনগ্রামে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।

জানা যায়, বনগ্রামের বাবুল মিয়া ফসলী জমি থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অভিযান পরিচালনার সময় ড্রেজার মেশিন মালিক ও অপারেটর পালিয়ে যায়। তবে তাদের মেশিন ও পাইপ অকেজো করে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর