কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

 স্টাফ রিপোর্টার | ২৯ অক্টোবর ২০২২, শনিবার, ৭:৪৮ | তাড়াইল  


‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই শ্লোাগানে কিশোরগঞ্জের তাড়াইলে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (২৯ অক্টোবর) তাড়াইল থানা শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

সকালে তাড়াইল থানা প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাড়াইল থানা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে থানা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আলোচকরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে রোল মডেলে পরিণত করেছেন। জনতা-পুলিশ একসঙ্গে সরকারের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। কমিউনিটিং পুলিশিংয়ে জনগণের সম্পৃক্ততা বেড়েছে।

কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে তাড়াইল উপজেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর