কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে অষ্টগ্রামে র‌্যালি ও আলোচনা সভা

 অষ্টগ্রাম সংবাদদাতা | ২৯ অক্টোবর ২০২২, শনিবার, ৪:২৩ | অষ্টগ্রাম 


কিশোরগঞ্জের অষ্টগ্রামে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’ এ স্লোগানকে সামনে রেখে শনিবার (২৯ অক্টোবর) অষ্টগ্রাম থানার আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

সকালে ডাকবাংলোর সামনে থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মোজতাবা আরিফ খান।

আলোচনা সভায় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পূর্ব অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান মো. কাছেদ মিয়া, দেওঘর ইউপি চেয়ারম্যান মো. আক্তার হোসেন, বাঙ্গালপাড়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মনিরুজ্জামান রুস্তম, কাস্তুল ইউপি চেয়ারম্যান সাইফুল হক রন্টি, কলমা ইউপি চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস, আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খাঁন, অষ্টগ্রাম সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এস এম গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শেখ তৌফিকুল ইসলাম তারিফ প্রমুখ বক্তব্য রাখেন।

এতে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন অষ্টগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর