কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে সিপিবির বিক্ষোভ মিছিল

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ৭:৫৬ | কটিয়াদী 


নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি এবং দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকালে পৌরসদরের অগ্রণী ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিলটি কটিয়াদী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে কটিয়াদী বাসস্ট্যান্ড আইনউদ্দিন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে উপজেলা সিপিবি সভাপতি সেলিম উদ্দিন খাঁন।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সিপিবি সভাপতি আবদুর রহমান রুমী, সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য পড়েশ কর, জেলা সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, উপজেলা সিপিবি সাধারণ সম্পাদক মস্তোফা কামাল নান্দু, মুর্শেদ খাঁন নতুন, নুরুল ইসলাম, বিনয় ভূষণ দেবনাথ, শেখ জমশেদ প্রমুখ।

বক্তাগণ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে হতে হবে। কোন দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন মেনে নেয়া হবে না।

এছাড়া দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে আনতে হবে। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, বিদ্যুতের নামে লুটপাট, ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে। অন্যথায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির আওতায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর