কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 স্টাফ রিপোর্টার | ১ অক্টোবর ২০২২, শনিবার, ৩:৩৯ | অপরাধ 


কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবা, দুইটি মোবাইল ও নগদ এক হাজার ৫শ’ টাকাসহ মো. জসিম উদ্দিন (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মোকছেদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. জসিম উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার পুনিয়ানগর গ্রামের ফজলুল করিমের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মো. জসিম উদ্দিন একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মোকদেপুর এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা, দুইটি মোবাইল ও নগদ এক হাজার ৫শ’ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর