কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কুলিয়ারচরে বাসের ধাক্কায় বিভারটেকের ৩ যাত্রী নিহত, আহত ১

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার, ৬:৪২ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস চাপায় বিভারটেকে থাকা তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি ও ছয়সূতী বাসস্টপেজ এর মধ্যবর্তী কাঁঠালতলা এলাকায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তিনজনের নাম মতিয়ার রহমান (৬০), এন ইসলাম (৬৫) ও কালা মিয়া (৪০)। তাদের মধ্যে মতিয়ার রহমান ভৈরব উপজেলার চান্দেরচর গ্রামের দিদার বক্সের ছেলে, এন ইসলাম কুলিয়ারচর উপজেলার পূর্ব লালপুর গ্রামের আমের চানের ছেলে এবং কালা মিয়া ভৈরবের জামালপুর গ্রামের বাসিন্দা।

ভৈরব হাইওয়ে পুলিশ সূত্র জানায়, কুলিয়ারচর থেকে একটি বিভারটেক যাত্রী নিয়ে ভৈরবের দিকে যাচ্ছিল। বিভারটেকটি ছয়সূতী এলাকা অতিক্রম করার সময় পেছন দিক থেকে আসা একটি বাস বিভারটেককে পিছন দিক দিয়ে চাপা দেয়।

এতে বিভারটেকে থাকা চালকসহ চারজনের মধ্যে ঘটনাস্থলেই দুই যাত্রী মতিয়ার রহমান ও এন ইসলাম মারা যায়। এছাড়া গুরুতর আহত দুইজনকে হাসপাতালের নেওয়ার পথে বিভারটেক চালক কালা মিয়ার মৃত্যু হয়।

গুরুতর আহত অপরজনকে মুমূর্ষ অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া ঘাতক বাসটি আটক করা হয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর