কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জ জেলা পরিষদে পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

 স্টাফ রিপোর্টার | ১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার, ৬:১৫ | বিশেষ সংবাদ 


অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর বদলিজনিত বিদায় উপলক্ষে মঙ্গলবার (১৬ আগস্ট) সংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জ জেলা পরিষদ।

দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান।

এতে বিদায়ী ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ।

এতে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, সাবেক ডেপুটি কমান্ডার বাসির উদ্দীন ফারুকী, সিনিয়র সাংবাদিক একে নাসিম খান, সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন, সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ, প্রভাষক শহীদুল ইসলাম, জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কিশোরগঞ্জের পুলিশ সুপার হিসেবে মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর কর্মময় জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত ও স্মৃতিচারণ করেন। তারা মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) কে একজন মানবিক, আধুনিক ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তাঁর ভবিষ্যত কর্মময় জীবনের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী অতিথি মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) কে ক্রেস্ট, উপহার ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর