কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ

 অষ্টগ্রাম সংবাদদাতা | ১৪ আগস্ট ২০২২, রবিবার, ৯:০৯ | অষ্টগ্রাম 


কিশোরগঞ্জের অষ্টগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। রোববার (১৪ আগস্ট) উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যু করা ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হারুন অর-রশীদ।

অনুষ্ঠানে অষ্টগ্রাম উপজেলার ১২৬ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা কাজী আফতাব, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুর্শেদ জামান বিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর