কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে পোনা মাছ অবমুক্ত করলেন এমপি লিপি

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ২৭ জুলাই ২০২২, বুধবার, ৬:১৩ | হোসেনপুর 


‘‘মাছে ভাতে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ (২৩-২৯ জুলাই) ২০২২ উপলক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে পোনা মাছ অবমুক্ত করেছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

বুধবার (২৭ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সরকারি পুকুরে পোনামাছ অবমুক্ত করেন।

এর আগে উপজেলা পরিষদ মাঠ থেকে বের হওয়া র‌্যালিতে নেতৃত্ব দেন তিনি। র‌্যালিটি উপজেলা পরিষদ মাঠ দিয়ে পুকুরের পাড়ে গিয়ে শেষ হয়।

উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত র‌্যালিতে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, পৌর মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওযামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম নূরু মিয়া, সাধারণ সম্পাদক এমএ হালিম, সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, জেলা আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক বাদল রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমুখ অংশ গ্রহণ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর