কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে খেলার মাঠের আধিপত্য নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৫০

 নূরুল হক ভূঁইয়া | ২২ জুলাই ২০২২, শুক্রবার, ৬:৪৬ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের মজুর মাঠে আধিপত্য নিয়ে সতরদ্রোন ও রায়খলা গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে হুমায়ুন (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকাল থেকে দফায় দফায় সংঘর্ষের পর শুক্রবার (২২ জুলাই) সকালে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ৩১ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত হুমায়ুন রায়খলা গ্রামের মৃত কামাল মেম্বারের ছেলে। এছাড়া আহতদের মধ্যে অন্তত সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সরেজমিন গিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে মজুর মাঠে খেলতে গিয়ে রায়খলা গ্রামের তালু হোসেনের ছেলে সুজন মিয়া ওরফে গুরু সুজন এবং সতরদ্রোন গ্রামের উবায়েদউল্লাহর ছেলে সাগর ও একই গ্রামের সাইদ খোকনের ছেলে এফরান মিয়ার সাথে মাঠে খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।

এরপর সুজন মিয়া বাড়িতে গিয়ে আরো লোকজন নিয়ে মাঠের পার্শ্ববর্তি সুজনের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর করে।

এর জের ধরে শুক্রবার (২২ জুলাই) সকালে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে রায়খলা গ্রামের মৃত কামাল মেম্বারের ছেলে হুমায়ুন প্রতিপক্ষের ঘায়ের আঘাতে আহত হলে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সংঘর্ষের সময় রায়খলা গ্রামের মামুন মিয়ার ধূলদিয়া বাজারে ফ্রিজ, টিভি ও ইলেকট্রনিক পণ্য বিক্রির ব্যবসায়িক প্রতিষ্ঠানটি লুটপাট ও ভাঙচুর করা হয়। সতরদ্রোন গ্রাম থেকে উবায়েদউল্লাহর দুটি গরুসহ বেশ কয়েকটি গরু লুট হয় বলে উবায়েদউল্লাহ জানিয়েছেন।

কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর