কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে নিবন্ধনহীন দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ১১ জুন ২০২২, শনিবার, ৮:০৪ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে নিবন্ধনহীন দুইটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করে দেয়া হয়েছে। সীলগালা করে দেয়া ডায়াগনস্টিক সেন্টার দুইটি হচ্ছে, হোসেনপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও হোসেনপুর ডায়াবেটিস সেন্টার।

শনিবার (১১ জুন) উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ অভিযান পরিচালনার মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টার দুইটির প্যাথলজি বিভাগ বন্ধ করে সীলগালা করে দেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধে হোসেনপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা সিভিল সার্জনের প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ জানান, নিবন্ধন না থাকায় হোসেনপুর উপজেলায় দুইটি ডায়াগনস্টিক সেন্টার হোসেনপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও হোসেনপুর ডায়াবেটিস সেন্টারের প্যাথলজি বিভাগ বন্ধ করে সীলগালা করা হয়েছে। এই দুইটি সেন্টার অনুমোদন বা নিবন্ধন না করা পর্যন্ত তাদের প্যাথলজি বন্ধ রাখবে।

তবে সেন্টার দুইটিতে যেসকল ডাক্তাররা প্রাইভেট প্র‌্যাকটিস করেন তারা নিয়মিত রোগী দেখতে পারবেন।

এছাড়া সরকারি হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের হয়রানি করায় রেহেনা ডায়াগনস্টিক সেন্টারসহ অন্যান্যদের সতর্ক করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর