কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় কলেজ শিক্ষার্থীদের নিয়ে পুলিশের সচেতনতামূলক সভা

 স্টাফ রিপোর্টার | ৬ জুন ২০২২, সোমবার, ৪:৫১ | পাকুন্দিয়া  


‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি কলেজে ইভটিজিং, সাইবার ক্রাইম, মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুন) সকালে কলেজের হলরুমে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন।

এতে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে ইভটিজিং, সাইবার ক্রাইম, মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহের কুফল বা ভয়াবহ ক্ষতির দিকগুলো উপস্থাপন করেন।

ওসি মো. সারোয়ার জাহান শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সমাজের সব শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদক, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সভায় অন্যদের মধ্যে বিট অফিসার পাকুন্দিয়া থানার এসআই মিজানুর রহমান বক্তব্য রাখেন।

সভায় কলেজের প্রায় ৮শ’ শিক্ষার্থী ছাড়াও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর