কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার (২ মে) এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, মিঠামইনের সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে স্থানীয় উন্নয়নে কামরুল আহসানের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
তিনি বলেন, স্থানীয় উন্নয়ন ও মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদান জনগণ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। অ্যাডভোকেট শাহজাহানের মৃত্যুতে কিশোরগঞ্জের রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হলো।
রাষ্ট্র প্রধান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান সোমবার (২ মে) ভোর ৪ টা ২০মিনিটে ইন্তেকাল করেন।
তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।