কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১৮ পরিবার পেলো জমিসহ ঘর

 স্টাফ রিপোর্টার | ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার, ৮:১৬ | পাকুন্দিয়া  


পবিত্র ঈদুল ফিতরের আগে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৯০৪টি পরিবারের মধ্যে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এর ধারাবাহিকতায় পাকুন্দিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হয়ে উপজেলার ১৮জন উপকারভোগী পরিবারের নিকট জমিসহ ঘর হস্তান্তর করা হয়।

পরে উৎসবমুখর পরিবেশে স্থানীয়ভাবে প্রধান অতিথি হিসেবে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের দলিল ও চাবি হস্তান্তর করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী।

এতে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.শারফুল ইসলাম।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ উপজেলার ১৮জন উপকারভোগী সপরিবারে উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর