কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ভাগ্নের ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষক মামা নিহত

 পাকুন্দিয়া সংবাদদাতা | ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার, ৮:৪১ | পাকুন্দিয়া  


কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগ্নের ছুরিকাঘাতে মাদ্র্রাসা শিক্ষক মামা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকালে উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

নিহতের নাম আফজাল ওরফে আবু রায়হান (৩২)। তিনি পোড়াবাড়িয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং পোড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক।

ঘটনার পর থেকে ঘাতক ভাগ্নে মহসিন (১৮) পলাতক রয়েছে। মহসিন কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকার শাহাবুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন তার মাকে নিয়ে মামার বাড়িতে থাকতেন। জমি নিয়ে মামার সাথে তার বিরোধ চলছিল।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকালে কথা কাটাকাটির এক পর্যায়ে মহসিন তার মামা আবু রায়হানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আবু রায়হানকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মহসিনকে গ্রেপ্তার করার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর