কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


১০ বছর সন্তানহীন থাকার পর একসাথে চার সন্তানের মা হলেন লাকি আক্তার

 মুহাম্মদ শাহ্ আলম, কুলিয়ারচর | ৬ এপ্রিল ২০২২, বুধবার, ৮:৪৬ | কুলিয়ারচর 


কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক নারী ১০ বছর পর একসাথে চার সন্তানের মা হয়েছেন। বুধবার (৬ এপ্রিল) দুপুরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হসপাতালে সিজারের মাধ্যমে লাকি আক্তার (২৮) নামের ওই নারী চার সন্তানের মা হন।

এই ঘটনার খবর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ছড়িয়ে পড়লে হাসপাতাল ও এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

জানা গেছে, হাসপাতালে ভূমিষ্ঠ হওয়া ওই ৪ সন্তানের মধ্যে দুই মেয়ে ও দুই ছেলে। তারা সবাই সুস্থ আছে। তবে সন্তানের মা অসুস্থ থাকায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, কুলিয়ারচরের পশ্চিম গাইলকাটা গ্রামের মো. মুসা মিয়ার কন্যা লাকি আক্তারের ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী গ্রামের আক্তারুজ্জামানের ছেলে ফাইজুর রহমানের সাথে বিয়ে হয়।

গত দশ বছর ধরে তাঁদের কোন সন্তান হয়নি। ফলে তাঁরা একটি সন্তানের আশার বিভিন্ন হাসপাতালে ঘুরেছেন। অবশেষে তারা এক সাথে চার সন্তানের মুখ দেখলেন।

প্রসূতি লাকি আক্তারের স্বামীর নাম ফাইজুর রহমান। তিনি দর্জির কাজ করেন।

ফাইজুর রহমান সাংবাদিকদের বলেন, একটি সন্তানের জন্য আল্লাহ কাছে অনেক প্রার্থনা করেছি। অনেক হাসপাতালে ঘুরেছি।

অবশেষে আল্লাহ আমাদের ডাক শুনেছেন। তবে চার বাচ্চা লালন পালন নিয়ে আছি দুশ্চিন্তায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চার বাচ্চার মধ্যে তিন বাচ্চার ওজন ২০০০ গ্রাম করে। এক বাচ্চার ওজন ১৯৫০ গ্রাম। এরা সবাই সুস্থ আছে। তাদের মা অসুস্থ থাকায় আইসিইউতে আছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর