কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে গবাদিপশুর টিকাদানকারী সেবাকর্মীদের প্রশিক্ষণ

 হাবিবুর রহমান বিপ্লব, করিমগঞ্জ | ১ মার্চ ২০২২, মঙ্গলবার, ৬:১৬ | করিমগঞ্জ  


কিশোরগঞ্জের করিমগঞ্জে গবাদিপশুর টিকাদানকারী সেবাকর্মীদের দুই দিনের  প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শুরু হয়ে মঙ্গলবার (১ মার্চ) দুপুরে এ প্রশিক্ষণ শেষ হয়।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক কমিটি ২৫ জন সেবাকর্মীকে গবাদিপশুর (হাঁস, মুরগী, গরু, ছাগল) টিকাদান বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়ন করে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ নাসিরুল ইসলাম খান আওলাদ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র বণিক, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আমির হোসেন, ফেরদৌস হাসান ও আজিজুর রহমান গবাদিপশুর টিকা সংগ্রহ, সংরক্ষণ ও প্রয়োগের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণার্থীদের মধ্যে মোশাররফ হোসেন লিটন জানান, প্রশিক্ষণটি টিকাদান বিষয়ে সম্যক জ্ঞান আহরণ ও প্রয়োগের মাধ্যমে গবাদিপশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা বিলকিছ আক্তার কার্যকর ও  জীবনমুখী প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি গ্রামীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রশংসা করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর