কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে জাদু শিল্পী থিয়েটারের যুগপূর্তি উদযাপন

 স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ২৫ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ৬:০৫ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে কিশোরগঞ্জ জাদু শিল্পী থিয়েটারের যুগপূর্তি উদযাপন করা হয়েছে। করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় পৌর সদরের রিয়াজ ভবনে কেক কেটে ও জাদু প্রদর্শন করে যুগপূর্তি উদযাপন করা হয়।

যুগপূর্তি উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী আহম্মদ চান্দু।

এতে অতিথি ছিলেন কটিয়াদী সাহিত্য সংসদের সভাপতি কবি মেরাজ রাহীম, সাধারণ সম্পাদক কবি দিপা বর্মন, অবসরপ্রাপ্ত শিক্ষক বিনয় ভূষন দেবনাথ, সাংবাদিক রফিকুল হায়দার টিটু ও সারোয়ার হোসেন শাহীন।

সামাজিক সংগঠন রক্তদান সমিতির সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিতাই চাঁদ পন্ডিত, মো. হারুন অর রশিদ সাদেক প্রমুখ।

অনুষ্ঠানে জাদু প্রদর্শন করেন কামাল বর্মন গিট্টু, হারুন ডেঞ্জার ও নিতাই চাঁদ পন্ডিত।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল সংগঠনের সভাপতি আলী আহম্মদ চান্দুর সংগ্রহের গ্রামোফোন রেকর্ডারের গান।

ডিজিটাল যুগে গ্রামোফোন প্রায় বিলুপ্ত। তিনি তার সংগ্রহের গ্রামোফোন দিয়ে উপস্থিত দর্শকদের গান বাজিয়ে শোনান।

বিলুপ্তপ্রায় গ্রামোফোনে গান শুনে উপস্থিত সকলেই মুগ্ধ হন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর