কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার, ১২:৩৬ | হোসেনপুর 


চতুর্থ দফায় কিশোরগঞ্জের হোসেনপুরে রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৩টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী এবং ৩টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ী হওয়া তিনজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী একজন, বিএনপির স্বতন্ত্র একজন এবং জাতীয় পার্টির স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছে।

আওয়ামী লীগ মনোনীত বিজয়ী তিনজন প্রার্থী হচ্ছেন, সিদলা ইউনিয়নে মো. কামরুজ্জামান কাঞ্চন (নৌকা), গোবিন্দপুর ইউনিয়নে মো. সাইদুর রহমান (নৌকা) এবং পুমদী ইউনিয়নে আব্দুল কাইয়ুম (নৌকা)।

স্বতন্ত্র হিসেবে বিজয়ী তিনজন প্রার্থী হচ্ছেন, জিনারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. আজহারুল ইসলাম রহিদ (ঘোড়া), আড়াইবাড়িয়া ইউনিয়নে জাতীয় পার্টির স্বতন্ত্র মো. খুর্শিদ উদ্দিন (আনারস) এবং সাহেদল ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র মো. ফিরোজ উদ্দিন (আনারস)।

বেসরকারীভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, ১নং জিনারী ইউনিয়নে মো. আজহারুল ইসলাম রহিদ (ঘোড়া) ৪ হাজার ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী মো. সালাউদ্দিন হীরা (অটোরিক্সা) ৩ হাজার ১৬৬  ভোট পেয়েছেন।

২নং সিদলা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. কামরুজ্জামান কাঞ্চন (নৌকা) ১১ হাজার ৬৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. কফিল উদ্দিন (আনারস) পেয়েছেন ৫ হাজার ১৬১ ভোট।

৩নং গোবিন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. সাইদুর রহমান (নৌকা) ১০ হাজার ৪২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম হিমেল (আনারস) পেয়েছেন ৬ হাজার ৫৮৮ ভোট।

৪নং আড়াইবাড়িয়া ইউনিয়নে মো. খুর্শিদ উদ্দিন (আনারস) ৩ হাজার ৫৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো. মোছলেহ উদ্দিন (নৌকা) ৩ হাজার ২৪৮ ভোট পেয়েছেন।

৫নং পুমদী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল কাইয়ুম (নৌকা) ৫ হাজার ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. কাঞ্চন মিয়া পেয়েছেন ৪ হাজার ৭৬৭ ভোট।

৬নং সাহেদল ইউনিয়নে মো. ফিরোজ উদ্দিন (আনারস) ৭ হাজার ৫৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী শাহ মাহবুবুল হক (নৌকা) ৫ হাজার ৫১০ ভোট পেয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর