কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে ইউপি নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

 বিজয় কর রতন, মিঠামইন | ২৩ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৮:৫৭ | মিঠামইন 


কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলার ঘাগড়া ও কেওয়ারজোর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের নিয়ে পৃথক আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার এ,এস,এম আজিজুল হক।

সভায় সভাপতিত্ব  করেন মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির রব্বানী।

ঘাগড়া ইউনিয়নের মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মিঠামইন থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম, ঘাগড়া ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোসলেহ উদ্দিন, এসআই মো. নজরুল ইসলাম এবং চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মো. ইব্রাহিম মিয়া, মো. বাবুল মিয়া, ইসলাম উদ্দিন, মো. মোখলেছুর রহমান ভূঁইয়া, মো. আইয়ুব আলী ভূঁইয়া, আলহাজ্ব বোরহান উদ্দিন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া কেওয়ারজোর ইউনিয়নের প্রার্থীদের নিয়ে কেরয়ারজোড় বাজারে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর