কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তৃতীয়বারের মতো মিঠামইন সদর ইউপির চেয়ারম্যান শরীফ কামাল

 বিজয় কর রতন, মিঠামইন | ২০ ডিসেম্বর ২০২১, সোমবার, ১০:০৭ | মিঠামইন 


তৃতীয়বারের মতো কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এডভোকেট শরীফ কামাল। নির্বাচনে তার কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পঞ্চম ধাপে মিঠামইন উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। মিঠামইন সদর ছাড়া বাকি ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রোববার (১৯ ডিসেম্বর) এ উপজেলায় মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। প্রত্যাহার পর্ব শেষে সোমবার (২০ ডিসেম্বর) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

চেয়ারম্যান প্রার্থী ছাড়া উপজেলার ৭টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে মোট ২৩৬ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে চেয়ারম্যান পদে এ উপজেলায় আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা কাউকে বরাদ্দ দেয়া হয়নি। আওয়ামী লীগ নেতারাও এখানে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

এর মধ্যে মিঠামইন সদর ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল এ ইউনিয়নের চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর