কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

 বিজয় কর রতন, মিঠামইন | ১২ ডিসেম্বর ২০২১, রবিবার, ৫:২৭ | মিঠামইন 


'ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জের মিঠামইনে রোববার (১২ ডিসেম্বর) ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১' উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসন তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ কর্মসূচিতে মিলিত হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম।

এতে অন্যদের মধ্যে উপজেলা আইসিটি কর্মকর্তা ইমাম মেহেদী, তথ্যসেবা কর্মকর্তা তনুশ্রী দত্ত, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল্লাহ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. মহসিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আকন্দ, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা নুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

পরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণের অনুষ্ঠিত বিভিন্ন প্রতিয়োগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর