“আপনার অধিকার, আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলুন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী।
পরে উপজেলা পরিষদ গেইটের সমানের রাস্তায় মানববন্ধন এর আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম এ রশীদ ভূইয়া।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী প্রোগ্রামার নুরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাবেক কমান্ডার মুজিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গীতা রাণী সাহা, সদস্য জাহানারা খাতুন প্রমুখ।
এসব কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সততা সংঘের সদস্যবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীমহল অংশগ্রহণ করেন।