কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরের ৬টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা যেসব মার্কা নিয়ে লড়ছেন

 মো. জাকির হোসেন, হোসেনপুর | ৮ ডিসেম্বর ২০২১, বুধবার, ৮:২০ | হোসেনপুর 


চতুর্থ ধাপে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে।

হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৬টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে এবং দুইটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরা হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দলীয় এই ৮ জন প্রার্থী ছাড়া বাকি ১৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী এবং বিএনপি সমর্থক প্রার্থী রয়েছেন।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে কর্মী-সমর্থকদের নিয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার জিনারী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, মোঃ আঃ ছালাম (নৌকা), মোঃ শাহজাহান সরকার (আনারস), মোঃ আজহারুল ইসলাম (ঘোড়া), আজহারুল ইসলাম (চশমা), মোঃ ইমতিয়াজ উদ্দিন আকন্দ (মোটর সাইকেল) এবং মোঃ সালাহ উদ্দিন হীরা (অটোরিক্সা)।

সিদলা ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, মোঃ কামরুজ্জামান কাঞ্চন (নৌকা), মোঃ কফিল উদ্দিন (আনারস), আব্দুল করিম (চশমা) এবং মোঃ আহাদুল ইসলাম (ঘোড়া)।

গোবিন্দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, মোহাম্মদ সাইদুর রহমান (নৌকা), মোঃ আবদুর রউফ তালুকদার (চশমা), মোঃ আবুল কাসেম রতন (মোটর সাইকেল), ফরিদ উদ্দিন মাসুদ (অটোরিক্সা), মোঃ শফিকুল ইসলাম হিমেল (আনারস) এবং মোঃ ইব্রাহিম (হাত পাখা)।

আড়াইবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, মোঃ মোছলেহ উদ্দিন (নৌকা) এবং মোঃ খুর্শিদ উদ্দিন (আনারস)।

পুমদী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আঃ কাইয়ুম (নৌকা), নাজিরুল হায়দার (আনারস), মোঃ কাঞ্চন মিয়া (মোটর সাইকেল) এবং মোঃ মাহাবুবুল হাসান (চশমা)।

শাহেদল ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, শাহ্ মাহবুবুল হক (নৌকা), মোঃ ফারুক মিয়া (হাত পাখা) এবং মোঃ ফিরোজ উদ্দিন (আনারস)।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর