কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে বন্ধঘোষিত কেন্দ্রের ভোট ৩০ নভেম্বর

 হাবিবুর রহমান বিপ্লব, করিমগঞ্জ | ২২ নভেম্বর ২০২১, সোমবার, ৭:৩৩ | করিমগঞ্জ  


দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেখানে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। কেন্দ্রটি হচ্ছে, ৮৫ নং চংনোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট গ্রহণের সময় কেন্দ্রটিতে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করে ব্যালট ছিনতাই ও জোর করে সিল মারতে চাইলে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।

রোববার (২১ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা,  ২০১০ এর বিধি ৩৭ অনুযায়ী সংশ্লিষ্ট চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের বন্ধঘোষিত ভোট কেন্দ্রের নির্বাচন আগামী ৩০ নভেম্বর পুনঃভোট গ্রহণ করার সিদ্ধান্ত দেয়া হয়।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পুনঃভোট গ্রহণের বিষয়ে রিটার্নিং অফিসার (উপজেলা শিক্ষা অফিসার) মোহাম্মদ মফিজুল হক নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপন মূলে বিজ্ঞপ্তি জারি করেছেন।

উপজেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদ জানান, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি প্রশাসনের সকল মহলের সহযোগিতায় নিরাপদ ও গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর